বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে ইসলামি ক্যালিগ্রাফি প্রদর্শনী শুরু

পোস্ট হয়েছে: এপ্রিল ২৬, ২০২১ 

news-image

ইরানের রোজধানী তেহরানে পবিত্র কুরআন ও ইমাম আলি (আ:) এর নাহজ-উল-বালাগার ওপর ক্যালিগ্রাফি কর্মের সংগ্রহশালা নিয়ে ইসলামি ক্যালিগ্রাফি প্রদর্শনী শুরু হয়েছে। তেহরানের সাবা আর্ট অ্যান্ড কালচারাল ইন্সটিটিউটে ভারচুয়াল এই প্রদর্শনী চলছে।

প্রদর্শনীতে ইরানি ক্যালিগ্রাফার্স অ্যাসোসিয়েশন ও মাহমুদ ফারসিয়ান ইসলামিক-ইরান আর্টস বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ১শ ক্যালিগ্রাফি কর্ম দেখানো হচ্ছে। প্রদর্শনীর ফাঁকে সাংস্কৃতিক কর্মশালাও অনুষ্ঠিত হচ্ছে।

ইসলামি ক্যালিগ্রাফি প্রদর্শনীতে শোভা পাচ্ছে নাস্তালিক, শেকাস্তেহ, নাসখ ও থুলথসহ তরুণ ও প্রবীণ শিল্পীদের তৈরি বিভিন্ন ফারসি ও আরবি ক্যালিগ্রাফি স্টাইলের শিল্পকর্ম। সূত্র: তেহরান টাইমস।