শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে ইরান-দ. কোরিয়ার ম্যাচ দেখতে পারবে ১ হাজার ভক্ত

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২১ 

news-image

তেহরানের আজাদি স্টেডিয়ামে সরাসরি উপস্থিতি হয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার মধ্যকার বাছাইপর্বের ম্যাচ উপভোগ করতে পারবে মাত্র ১০০০ ক্রীড়াপ্রেমী। আগামী ১২ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হবে। যদিও গত সপ্তাহের এক প্রতিবেদনে বলা হয়েছিল, করোনাভাইরাস মহামারির মধ্যে ১০ হাজার ব্যক্তিকে ম্যাচটি সশরীরে দেখার অনুমতি দেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি টিভির খবরে বলা হয়, ক্রীড়া মন্ত্রী হামিদ সাদজাদি বলেছেন, তেহরানের আজাদি স্টেডিয়ামে মাত্র ১ হাজার ব্যক্তিকে  ম্যাচ উপভোগ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে।

ইরানের কোভিড-১৯ দমন বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের মুখপাত্র আলিরেজা রায়েইসি বলেছেন, পূর্বশত হিসেবে খেলা দেখতে আগ্রহীদের করোনাভাইরাসের উভয় ডোজ টিকা সম্পন্ন করা থাকতে হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।