শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে আরবাঈন শোভাযাত্রা

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২১ 

news-image

ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরান থেকে আরবাঈন শোভাযাত্রা শুরু হয়েছে। সোমবার সকালে তেহরানের ইমাম হুসেইন স্কয়ার থেকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে  এ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ১৭ কিলোমিটার হাঁটার পর দক্ষিণ তেহরানে হযরত আব্দুল আজিম হাসানি (আ)-এর পবিত্র মাজারে পৌঁছায়। তারা সেখানে বিকেল ও সন্ধ্যার নামাজ আদায় করেন। শোভাযাত্রায় ইমাম হুসাইনের ভক্তরা তেহরানের বিভিন্ন এলাকা থেকে এসে যোগ দেন। আব্দুল আজিম হাসানীর পবিত্র মাজারে যাওয়ার পথে, ইমাম হুসাইনের আদর্শ অনুসরণকারী নবীন-প্রবীণরা কালো পোশাক পরে ‘আবা আব্দুল্লাহ আল-হুসাইন’ লেখা পতাকা বহন করছিল । নাজাফ থেকে আরবাঈন যাত্রার এ আয়োজন কারবালার বিয়োগান্তক ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। প্রতিবছর লাখ লাখ মুসলিম শোক পালনকারী প্রতীকী ৮০০ কিলোমিটার দীর্ঘ আরবাঈন পদযাত্রায় অংশ নেন যা ইরাকের পবিত্র শহর নাজাফ থেকে শুরু হয় এবং কারবালায় গিয়ে শেষ হয়।-  ইরান প্রেস।