তেহরানে আন্তর্জাতিক মৎস্য মেলা শুরু
পোস্ট হয়েছে: অক্টোবর ২৩, ২০১৯

ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে মৎস্য, মৎস্যজাত পণ্য ও সংশ্লিষ্ট শিল্পের চতুর্থ আন্তর্জাতিক প্রদর্শনী ‘আইএফইএক্স ২০১৯’। সোমবার তেহরান পারমানেন্ট ইন্টারন্যাশনাল ফেয়ারগ্রাউন্ডসে এই মেলা শুরু হয়। চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।
এদিন ইরানিয়ান ফিশারিজ অরগানাইজেশনের প্রধান, সংসদীয় শিল্প কমিশনের চেয়ারম্যান, ইরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত, তেহরানে বুলগেরিয়ান দূতাবাসের চার্জ ডি’অ্যাফায়ার্স এবং মৎস্য ও মৎস্যজাত পণ্যের দেশি-বিদেশি উৎপাদকদের উপস্থিতিতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদকারীদের মাঝে সংশ্লিষ্ট বিষয়ে একে অপরের সাথে মতবিনিময়ের ক্ষেত্র প্রশস্ত করতে আন্তর্জাতিক এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া এই ধরনের আয়োজন উৎপাদনকারীদের মধ্যে সহযোগিতা ও মিথস্ক্রিয়া বাড়াবে বলে উল্লেখ করা হয়। মেহর নিউজ।