বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে আন্তর্জাতিক ফুল ও বৃক্ষ মেলা

পোস্ট হয়েছে: মে ৭, ২০১৭ 

news-image

তেহরানে গত শনিবার থেকে শুরু হয়েছে ১৫তম আন্তর্জাতিক ফুল ও বৃক্ষ মেলা। এ মেলায় বাগান ও পার্কের প্রয়োজনীয় যন্ত্রপাতি পাওয়া যাচ্ছে। তেহরানের গুফ্ত-ও-গু পার্কে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় স্থানীয় ৩শ’ উদ্যোক্তা ছাড়াও ৩০টি আন্তর্জাতিক ফুল শিল্প-উদ্যোক্তা তাদের উৎপাদিত ফুল, বাগান করার বিভিন্ন উপকরণ, গ্রিনহাউজ যন্ত্রপাতি, বীজ ও সারসহ বিভিন্ন ধরনের পণ্য উপস্থাপন করছে বলে বার্তা সংস্থা মেহের নিউজ জানায়।

ইরানের স্থানীয় পর্যায়ের উৎপাদকরা ১৮শতাধিক উপজাতির ফুল, বৃক্ষ উৎপাদন করছে এবং এ খাতে ১ লাখ মানুষ জড়িত রয়েছে।

মেলায় জার্মান্,ইতালি, নেদারল্যান্ড, স্পেন, তুরস্ক, চীন, আর্মেনিয়া, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশ এ মেলায় অংশ নিয়েছে। মেলা চলবে আগামি ১৪ মে পর্যন্ত। সূত্র: ফিনান্সিয়াল ট্রিবিউন।