তেহরানে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২১

ইরানের রাজধানী তেহরানে আন্তর্জাতিক পর্যটন ও হস্তশিল্প মেলা শুরু হয়েছে। মঙ্গলবার জনসাধারণের জন্য মেলা উন্মুক্ত করা হয়। এবারের মেলায় করোনাভাইরাসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া পর্যটন খাত কীভাবে দ্রুত তার গতি ফিরে পেতে পারে সেদিকে নজর দেয়া হচ্ছে।
পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রী আলি-আসগার মুনেসান ও তার উপমন্ত্রী। তেহরান ইন্টারন্যাশনাল পারমানেন্ট ফেয়ারগ্রাউন্ডসে এই মেলা চলছে।
ট্যুর অপারেটর, হোটেল মালিক, পরিবহন ব্যবসায়ী ও ভ্রমণ গাইডরা আশা করছেন, কোভিড-১৯ ভ্যাকসিন ব্যাপকভাবে দেয়া শুরু হবে।
চার দিনব্যাপী মেলার স্লোগান হচ্ছে ‘সেফ অ্যান্ড রেসপনসিবল ট্রাভেলস’ অর্থাৎ নিরাপদ ও দায়িত্বশীল ভ্রমণ। সূত্র: তেহরান টাইমস।