মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে আন্তর্জাতিক পরিবহন প্রদর্শনী

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৮, ২০১৯ 

news-image

ইরানে পরিবহন, লজিস্টিক ও সংশ্লিষ্ট শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনীর এবারের চতুর্থ পর্ব শুরু হচ্ছে রোববার। তেহরানের ইমাম খোমেইনী গ্র্যান্ড প্রেয়ার ক্যাম্পাসে (মোসাল্লা) এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই খবর দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার মাধ্যম আইআরআইবি।

খবরে বলা হয়, ইরানের পরিবহন ও নগর উন্নয়ন মন্ত্রী মোহাম্মাদ ইসলামি ও তার উপমন্ত্রী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। তিন দিনের ইভেন্টে ইরানের সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশন (সিএও) দেশটির এয়ারলাইন্সের সাথে যৌথভাবে অ্যাভিয়েশন শিল্পের সর্বশেষ অর্জনাবলি প্রদর্শন করবে। শনিবার সিএও এর মুখপাত্র রেজা জাফরজাদেহ এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এবছর মেলার স্লোগান ‘‘স্মার্ট, স্টেবল ও ইফিসিয়েন্ট ট্রান্সপোরটেশন’’। পরিবহন ও লজিস্টিক খাতে তথ্যপ্রযুক্তি প্রয়োগের তাৎপর্যের ওপর গুরুত্ব দিয়ে এবারের মেলার আয়োজন করা হচ্ছে। সূত্র: তেহরান টাইমস।