তেহরানে আন্তর্জাতিক ন্যানো উৎসব শুরু
পোস্ট হয়েছে: অক্টোবর ১৩, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/10/Iran-Nano-Exhibition-2019-Sorena-Satari-696x461.jpg)
ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে ১২তম আন্তর্জাতিক ন্যানোপ্রযুক্তি প্রদর্শনী ও উৎসব ‘ইরান ন্যানো ২০১৯’ । ইরান ন্যানোপ্রযুক্তি ইনোভেশন কাউন্সিল (আইএনআইসি) আয়োজিত এই প্রদর্শনীতে ন্যানোপ্রযুক্তি খাতে তৎপর ১১১টি কোম্পানি অংশ নিয়েছে। উৎসবে দর্শনার্থীদের কাছে ভিন্ন ভিন্ন ১২টি খাতের বিভিন্ন পণ্যসামগ্রী উপস্থাপন করছে এসব কোম্পানি।
বৃহস্পতিবার তেহরান পারমানেন্ট ইন্টারন্যাশনাল ফেয়ারগ্রাউন্ডে উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি ও জ্বালানি মন্ত্রী রেজা আরদাকানিয়ান।
ন্যানো উৎসবের এবারের ১২তম আসরে ন্যানো উপাদান উৎপাদকনকারী ২৫টি প্রতিষ্ঠান যোগ দিয়েছে। একক খাত হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক প্রতিনিধি এই খাত থেকে অংশ নিয়েছে। প্রদর্শনীতে নির্মাণ সরঞ্জাম উৎপাদক প্রতিষ্ঠান দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই খাতের ২২জন প্রতিনিধি প্রদর্শনীতে অংশ নিয়েছে। অন্যদিকে বিশ্লেষণ সরঞ্জাম উৎপাদকরা সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে। এই খাতের ১০টি কোম্পানি ইভেন্টে অংশ নিয়েছে।
এছাড়া ইভেন্টে টেক্সটাইল শিল্পের নয় কোম্পানি, বাণিজ্যকরণ ফার্মের সাত প্রতিষ্ঠান, কৃষি ও প্যাকেজিং শিল্পের সাত কোম্পানি, স্বাস্থ্য ও স্বাস্থ্য সেবা খাতের সাত কোম্পানি ও অটো শিল্পের সাতটি ফার্ম যোগ দিয়েছে। এর বাইরে পরিবেশ ও পানি, পেইন্ট এবং কোটিং, বিল্ডিং এবং উন্নত উপকরণসহ অন্যান্য খাতের আরও ১৭টি কোম্পানি প্রদর্শনীতে তাদের পণ্যসামগ্রী উপস্থাপন করছে।
ন্যানো প্রযুক্তি প্রদর্শনীতে চারটি ল্যাব তাদের অর্জিত ন্যানোপ্রযুক্তি খাতের সেবা ও সক্ষমতাসমূহ তুলে ধরছে। এছাড়া সাতটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও তাদের সর্বশেষ অর্জনাবলি নিয়ে ইভেন্টে হাজির হয়েছেন। সূত্র: ইরান ফ্রন্ট পেজ নিউজ।