তেহরানে আন্তর্জাতিক ন্যানো উৎসব অক্টোবরে
পোস্ট হয়েছে: জুলাই ১০, ২০১৮

ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ন্যানোপ্রযুক্তি উৎসব। তেহরান ইন্টারন্যাশনাল পারমানেন্ট ফেয়ারগ্রাউন্ডে উৎসবের এবারের ১১তম পর্ব অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর উৎসব শুরু হয়ে চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। ৮ জুলাই রোববার ইরান ন্যানোটেকনোলজি ইনিশিয়েটিভ কাউন্সিলের (আইএনআইসি) অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
প্রতি বছর ইরান ন্যানোটেকনোলজি ইনিশিয়েটিভ কাউন্সিল (আইএনআইসি) আন্তর্জাতিক ন্যানোপ্রযুক্তি উৎসবের আয়োজন করে থাকে। ইরানে ন্যানোপ্রযুক্তি ক্ষেত্রে এটি সবচেয়ে বড় ও সর্বাপেক্ষা গ্রহণযোগ্য প্রদর্শনী। এটিকে এশিয়ার বৃহত্তম ন্যানোপ্রযুক্তি উৎসব হিসেবে বিবেচনা করা হয়। এবারে উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র, প্রযুক্তি পার্ক, শিল্প কোম্পানি, এবং অন্যান্য সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং বেসরকারি খাত অংশ নেবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।