তেহরানে আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি প্রদর্শনী
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৭, ২০২৩

ইরানের রাজধানী তেহরানে শনিবার থেকে টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং ডিজিটাল অর্থনীতির ওপর ২৪তম আন্তর্জাতিক প্রদর্শনী গতকাল শেষ হয়েছে।
১৫৫টিরও অধিক দেশীয় কোম্পানি এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ইরান টেলিকম ২০২৩ নামক এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে। প্রদর্শনী চলে ২৬ ডিসেম্বর পর্যন্ত। খবর সিনহুয়ার
প্রদর্শনী চলাকালীন প্রশিক্ষণ কর্মশালা এবং বিশেষায়িত ও ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়। এছাড়া মেলায় সর্বশেষ পণ্য এবং অর্জনাবলি প্রদর্শিত হয়।
চীন, রাশিয়া, তুর্কমেনিস্তান, সিরিয়া, ইরাক, তুর্কি, আফগানিস্তান এবং আর্মেনিয়া সহ নয়টি দেশের প্রায় ৩০ জন প্রতিনিধি প্রদর্শনীটি পরিদর্শন করেন। সূত্র: মেহর নিউজ