শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে আন্তর্জাতিক ডিজিটাল গণমাধ্যম মেলা শুরু

পোস্ট হয়েছে: নভেম্বর ১৫, ২০১৭ 

news-image

ইরানের রাজধানী তেহরানে ১১তম আন্তর্জাতিক ডিজিটাল গণমাধ্যম মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন ইরানের সংস্কৃতি ও ইসলামি নীতিমালা বিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি।

শনিবার ১১ নভেম্বর তেহরানের ইমাম খোমেইনী (র.) মোসাল্লায় ডিজিটাল গণমাধ্যম মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে মন্ত্রী ডিজিটাল মিডিয়া ও সাইবার-ইভেন্টকে নয়াবিশ্বের সৃষ্টির সূচনা বলে অবিহিত করেন। তিনি বলেন, ‘‘আমরা একটি নতুন বিশ্ব প্রত্যক্ষ করছি এবং নতুন এই দৃশ্যপট বিশ্বের সঙ্গে আমাদের মিথস্ক্রিয়াকে পরিবর্তন করে দিতে পারে।’’

ইরানি মন্ত্রী বলেন, ‘‘আজকের বিশ্বের সঙ্গে যারা উঠ-বস করছে এবং ভবিষ্যতেও করবে তারা নতুন এই পরিবর্তনকে অবজ্ঞা করতে পারবে না।সাইবারজগতে বিদ্যমান সব জিনিস মানবজাতি ও বিশ্বের পরিবর্তনের লক্ষণের প্রতি ইঙ্গিত দিচ্ছে।’’

ডিজিটাল গণমাধ্যমে যারা সক্রিয় রয়েছেন তাদেরকে তিনি তার দেশের সংস্কৃতির পাইওনিয়ার বলে অভিহিত করেন। বলেন, ‘‘অতীতে লেখকরা ও মিডিয়া পাইওনিয়ার ছিল, আজ ডিজিটাল মিডিয়া সংস্কৃতির পাইওনিয়ার।’’

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকটি বই ও গেম উন্মোচন করা হয়।মেলার পরিচালক মোরতেজা মুসাভিয়ান আগেই জানিয়েছেন, এবারের মেলার মূল বিভাগে মিডিয়া সফটওয়ার, ইন্টারনেটসাইট ও ব্লগ, ডিজিটাল আর্টসের পাশাপাশি ডিজিটাল মিডিয়ার ওপর পরিচালিত গবেষণা, প্রুযুক্তি ও উদ্ভাবন প্রদর্শিত হবে।

ডিজিটাল মিডিয়া অঙ্গনে সক্রিয়দের পাশাপাশি এই ক্ষেত্রে নতুন অর্জনগুলোকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়।

সূত্র: তেহরান টাইমস।