শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০১৬ 

news-image

ইরানের রাজধানী তেহরানে আগামী ২রা মার্চ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ইরানের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ও ‘‘মুহাম্মদ (সা.), আল্লাহর রাসুল’’ চলচ্চিত্রের পরিচালক মাজিদ মাজিদি এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। ১’শ সেকেন্ডের চলচ্চিত্র নিয়ে আয়োজিত দশম এ উৎসবে জুরি বোর্ডের অন্যান্য সদস্য হলেন, রাসুল সাদর-অমেলি, মোহাম্মদরেজা জাফরি-জেলভেহ, বাহরাম আজিমি, মেহেরদাদ গাফ্ফারজাদেহ ও হাদি মোক্কাদেমদাস্ত।

এই উৎসব চলবে আগামী ৪ঠা মার্চ পর্যন্ত। ফ্রান্স, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, তুরস্ক, তাজিকিস্তান, তাঞ্জনিয়া ও ভারতসহ বিশ্বের ৪০টি দেশ এ চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছে।সূত্র: তেহরান টাইমস