তেহরানে আন্তর্জাতিক গল্প বলার উৎসব
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৭, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/12/3319304.jpg)
ইরানের রাজধানী তেহরানে শুরু হচ্ছে আন্তর্জাতিক গল্প বলার উৎসব। উৎসবটির এবারের ২২তম পর্ব আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শুরু হয়ে চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। এতে ইরান ও কয়েকটি দেশের গল্প-কথক অংশ নিয়ে শ্রোতাদের গল্পে গল্পে মাতিয়ে তুলবেন।
আন্তর্জাতিক এই গল্প বলার উৎসব আয়োজন করা হয়েছে তেহরানের ইনস্টিটিউট ফর ইনটেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ইয়ং অ্যাডাল্টস (আইআইডিসিওয়াইএ)।
উৎসবের আন্তর্জাতিক বিভাগে তুরস্ক, লেবানন, জাপান এবং স্পেনের পাশাপাশি ইরানের আট গল্প বলিয়ে গল্প শোনাবেন। শনিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন উৎসবের পরিচালক মোহাম্মাদ জোমোরোদিয়ান।
তিনি জানান, উৎসবে থাকছে বিভিন্ন বিভাগ। এতে শিশু থেকে শুরু করে দাদা-দাদি বয়সীরা অংশ নেবেন। উৎসবের আগের পর্বের মতো এবারও যারা অংশ নিতে পারছেন না তারা তাদের গল্প রেকর্ড করে পাঠাতে পারবেন। তাদের পাঠানো গল্প উৎসবের ৯০ সেকেন্ড বিভাগে প্রতিযোগিতা করবে।
জোমোরোদিয়ান আরও জানান, ইভেন্টের অতিথি বিভাগে গল্প শোনাবেন লেখক মোস্তফা রাহমান্দুস্ট, শিশুতোষ টিভি প্রোগ্রামার মাজিদ কন্নাদ ও গীতি খামেনহ এবং অভিনেতা রেজা কিয়ানিয়ান।
উৎসবের লক্ষ্য তরুণ প্রজন্মের মধ্যে গল্প বলার ঐতিহ্য ছড়িয়ে দেওয়া এবং ইরানের এই সংস্কৃতি ও প্রাচীন রীতিকে সর্বদা জীবিত রাখা। সূত্র: তেহরান টাইমস।