মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০২৩ 

news-image

শনিবার সন্ধ্যায় তেহরানের ইসলামিক সামিট কনফারেন্স হলে ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ৩৯তম পর্ব শুরু হয়েছে।চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে ৫২জন ক্বারি ও হাফেজ অংশ নিচ্ছেন।কোরআন প্রতিযোগিতার প্রধান সংগঠক রাষ্ট্রীয় এনডাউমেন্ট অ্যান্ড চ্যারিটি অ্যাফেয়ার্স অর্গানাইজেশনের পরিচালক মেহেদি খামুশি বলেন, “এক বই, এক উম্মাহ” মূলমন্ত্র নিয়ে এবারের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে অংশ নেওয়া ১৫০ জন ক্বারি ও হাফেজ থেকে প্রতিযোগী বাছাই করা হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ-মেহেদী ইসমাইলি এবং সংসদের স্পিকার মোহাম্মদ-বাকের কালিবাফ।

ডিসেম্বরের শুরুতে স্টেট এনডাউমেন্ট অ্যান্ড চ্যারিটি অ্যাফেয়ার্স অর্গানাইজেশনের কোরআন বিষয়ক কেন্দ্রের পরিচালক হামিদ মাজিদিমেহর বলেছিলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিশ্বজুড়ে থাকা ইরানের দূতাবাসগুলির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।