তেহরানে আন্তর্জাতিক উদ্ভাবন এবং প্রযুক্তি প্রদর্শনী শুরু
পোস্ট হয়েছে: মে ১০, ২০২৩

মঙ্গলবার তেহরানের পারদিস প্রযুক্তি পার্কে শুরু হয়েছে ১২তম আন্তর্জাতিক উদ্ভাবন এবং প্রযুক্তি প্রদর্শনী (ইনোটেক্স ২০২৩)। মেলা চলবে আগামী ১২ মে পর্যন্ত। ‘এক ছাদের নিচে উদ্ভাবন ইকোসিস্টেম’ স্লোগানে শুরু হওয়া ইনোটেক্স হচ্ছে ইরানের সবচেয়ে বড় প্রযুক্তি ইভেন্ট। আন্তর্জাতিক এই প্রদর্শনীতে অঞ্চলের অগ্রদূত, উদ্ভাবক, বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের মধ্যে ব্যবধান দূর করতে বিশ্বের প্রযুক্তি এবং উদ্ভাবন বিশেষজ্ঞদের একত্রিত করা হয়।
ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (ইউএনসিটিএডি) এর প্রযুক্তি এবং উদ্ভাবন প্রতিবেদন ২০২১ এ ইরান সীমান্ত প্রযুক্তির জন্য প্রস্তুতির ক্ষেত্রে উচ্চ-মধ্যম দেশগুলির মধ্যে রয়েছে।
সূচকটিতে ১৫৮টি দেশকে মূল্যায়ন করা হয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য ০ থেকে ১ স্কেলে সর্বোচ্চ স্কোর পেয়েছে। কাতার, ওমান ও মরক্কোর চেয়ে ০.৪৬ স্কোর বেশি নিয়ে ইরান ৭১তম অবস্থানে রয়েছে। সূত্র: তেহরান টাইমস।