তেহরানে আন্তর্জাতিক উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শনী শুরু
পোস্ট হয়েছে: মে ১৯, ২০২১
ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে আন্তর্জাতিক উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শনী (ইনোটেক্স ২০২১)। মঙ্গলবার এবারের দশম পর্বের উদ্বোধন করা হয়।
আন্তর্জাতিক এই উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শনী চলবে ২০ মে পর্যন্ত। পারদিস টেকনোলজি পার্কের খোলা মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
ইনোটেক্স এর এবারের আসরে ১ হাজার ৮৫০ এর অধিক ইরানি কোম্পানি ও স্টার্টআপ অংশ নিয়েছে। মেলায় তিন শতাধিক স্টার্টআপস, টেকনোলজি ও বিজ্ঞানভিত্তিক কোম্পানি, উদ্ভাবন কেন্দ্র ও টেকনোলজি পার্ক তাদের সর্বশেষ প্রযুক্তিপণ্য ও সেবা প্রদর্শন করছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।