শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

তেহরানে আইস ক্লাইম্বিং স্কুল চালু

পোস্ট হয়েছে: মার্চ ৮, ২০১৭ 

news-image
ইরানের রাজধানী তেহরানের উত্তরে মেইগুনে আইস ক্লাইম্বিং স্কুল চালু হয়েছে। শীতে পাহাড়ে বরফ বেয়ে ওঠায় বেশ দক্ষতার প্রয়োজন পড়ে। এধরনের ঝুঁকিপূর্ণ পর্বত আরোহণে মূলত বরফের গা বেয়ে ওঠার জন্যে প্রশিক্ষণ জরুরি। একথা ভেবেই এধরনের প্রশিক্ষণ দিতে তেহরানে আইস ক্লাইম্বিং স্কুলটি যাত্রা শুরু করল।
সাধারণত পাহাড়ে বরফ বেয়ে ওঠার জন্যে দড়ি ব্যবহার করা হয়। বরফপাতের সময় এধরনের ক্লাইম্বিং বেশ কাজে লাগে। অনেক সময় পানিতে ভাসমান বরফ থেকে পড়ে গেলেও উদ্ধারের সময় এধরনের প্রশিক্ষণ কাজে লাগে। তবে বরফের প্রান্ত ধরে খাড়া পাহাড়ে ওঠার ক্ষেত্রে এক ধরনের এবং পানিতে ভাসমান বরফে ওঠার জন্য অন্য ধরনের প্রশিক্ষণের প্রয়োজন পড়ে। তেহরান আইস ক্লাইম্বিং স্কুলে এসব বিবেচনা করেই দক্ষতার সঙ্গে প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে। সূত্র: তেহরান টাইমস