শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে অস্কার কোয়ালিফাইং উৎসবে ‘আউটটেকস’র গ্র্যান্ড প্রিক্স জয়

পোস্ট হয়েছে: অক্টোবর ২৬, ২০২২ 

news-image

৩৯তম তেহরান আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভালে (টিআইএসএফএফ) গ্র্যান্ড প্রিক্স জিতেছে স্প্যানিশ ডকুমেন্টারি ‘আউটটেকস’ (ডেকার্টেস)। টিআইএসএফএফ’কে বলা হয় অস্কার কোয়ালিফাইং উৎসব। এসব উৎসবে বিজয়ী ছবিই পরে স্বল্পদৈর্ঘ্য শাখায় অস্কার পুরস্কারের জন্য লড়াই করে।কনচা বারকুয়েরো এবং আলেজান্দ্রো আলভারাডো সহ-পরিচালিত চলচ্চিত্রটি ৪০ বছর পর পর্দায় একটি নিষিদ্ধ চলচ্চিত্রের ভুলে যাওয়া চিত্রগুলিকে জীবন্ত করে তুলেছে।১৯৮০-এর দশকের গোড়ার দিকে সেন্সর করা ডকুমেন্টারি ফিল্ম ‘রোসিও’-এর একটি প্রকল্পের তথ্য অনুসন্ধান করতে চলচ্চিত্র নির্মাতারা ২০১৬ সালে স্প্যানিশ সিনেমাথেক পরিদর্শন করে। গুদামগুলিতে জমা হওয়া উপকরণগুলির মধ্যে ১৬ মিলিমিটার নেগেটিভের ২৬০টি রোল ছিল। এগুলি ছিল সম্পাদনা থেকে আউটটেক ফুটেজ যা চূড়ান্ত সংস্করণ থেকে বাদ দেওয়া হয়েছে।সোমবার তেহরানের মিলাদ টাওয়ারে অনুষ্ঠিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রদর্শিত একটি ভিডিও বার্তায়, বারকুয়েরো এবং আলভারাডো পুরস্কার জয়ের জন্য আনন্দ প্রকাশ করেন এবং আয়োজক ও জুরিদের ধন্যবাদ জানান।জুরিতে ছিলেন রোমানিয়ান পরিচালক মিরোনা রাদু, লিথুয়ানিয়ান প্রোগ্রামার এডভিনাস পুকস্তা, তুর্কি চলচ্চিত্র নির্মাতা তাহসিন ইসবিলেন, পর্তুগালের কার্টাস ভিলা দো কন্ডে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিনিধি সার্জিও গোমেস এবং ইরানি সিনেমাটোগ্রাফার মাহমুদ কালারি। সূত্র: তেহরান টাইমস।