শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানের হেন্ডিক্র্যাফ্ট রপ্তানি ছাড়িয়েছে ৮৪ মিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: মে ১৫, ২০১৯ 

news-image

গত অর্থবছরে (ফার্সি বছর শেষ হয় ২০ মার্চ) ইরানের তেহরান প্রদেশ থেকে সর্বমোট ৮৪ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের হ্যান্ডিক্র্যাফ্ট রপ্তানি হয়েছে। তেহরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। 

মোহাম্মাদ ইনশায়ি জানান, পরিসংখ্যানে দেখা গেছে, আগের বছরের তুলনায় গত বছর (২১ মার্চ ২০১৮ থেকে ২০ মার্চ ২০১৯) হস্তশিল্পের পণ্যসামগ্রী রপ্তানি থেকে রাজস্ব বেড়েছে ৩৬ শতাংশ। এই সময়ে কেবল ইরানের রাজধানী থেকেই ৬২ মিলিয়ন মার্কিন ডলারের  হ্যান্ডিক্র্যাফ্ট রপ্তানি হয়েছে। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল বছর ইরানের হ্যান্ডিক্র্যাফ্ট রপ্তানির মূল গন্তব্য ছিল ইতালি, অস্ট্রিয়া, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, আর্মেনিয়া, চীন, হংকং, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ইরাক, কুয়েত এবং কাতার।

মূলত হস্তশিল্পের যেসব পণ্য রপ্তানি হয়েছে তার মধ্যে ছিল ঐতিহ্যগত কাঁচের বাসন, হাতে বোনা পণ্য, মোজাইক ও কাঠের খোদাই। সূত্র: মেহর নিউজ এজেন্সি।