বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানের সাথে ফার্মাসিউটিক্যাল সহযোগিতা বাড়াতে চায় মস্কো

পোস্ট হয়েছে: এপ্রিল ১৩, ২০২২ 

news-image

ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদনে ইরানের সাফল্যের কথা উল্লেখ করে রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেছেন, মস্কো এ ক্ষেত্রে ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে চায়।

সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ফার্মাসিউটিক্যাল সহযোগিতার ক্ষেত্রে মস্কো-তেহরান দ্বিপাক্ষিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এই ধরনের সহযোগিতা সামনেও অব্যাহত থাকবে বলে জোর দেন রুশ মন্ত্রী।ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদনে ইরানের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, তার দেশ ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ করতে আগ্রহী। সূত্র: মেহর নিউজ এজেন্সি।