তেহরানের পাতাল রেলপথে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
পোস্ট হয়েছে: মে ৩, ২০১৬

ইরানের রাজধানী তেহরানের পাতাল রেল স্টেশনের অন্তত ৭৭টি পয়েন্টে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হচ্ছে। এই কর্মসূচির নামকরণ করা হয়েছে ‘স্বর্গের হাত’। শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সাইন্স বিভাগ ও তেহরান পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইরনা।
স্বাস্থ্য সপ্তাহ উপলক্ষে এবং ডায়াবেটিস প্রতিরোধে এধরনের কর্মসূচি নেয়া হয়। সকাল সাতটা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলে। চিকিৎসা বিজ্ঞানের ছাত্ররা পাতাল রেলস্টেশনগুলোতে ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি গুরুতর রোগীদের হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে। একই সঙ্গে তারা সাধারণ মানুষকে ডায়াবেটিস, ক্যান্সার ও সংক্রামক ব্যাধি সম্পর্কে ধারণা দেয়। এছাড়া এ কর্মসূচির অংশ হিসেবে এক লাখ লিফলেট বিতরণ করা হয়। গত ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই স্বাস্থ্য সেবা আগামী ৫ মে পর্যন্ত অব্যাহত থাকবে। সূত্র: তেহরান টাইমস