তেহরানের ক্যাফেতে আশুরা ট্রাজেডি নিয়ে পেইন্টিং প্রদর্শনী
পোস্ট হয়েছে: আগস্ট ১৮, ২০২১

তেহরানের ফাই ক্যাফেতে আশুরা ট্রাজেডির ওপর টিহাউজ পেইন্টিং প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। গেল শুক্রবার শুরু হওয়া এই প্রদর্শনীতে নারগিস এশকির আঁকা চিত্রকর্ম সংগ্রহ দেখানো হচ্ছে। শনিবার ইরানিয়ান রিসার্চ ইন্সটিটিউট অব ফিলোসোফি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়, বছরের পর বছর ঐতিহ্যবাহী গল্প বলিয়ে ও মুসিলম আলেমরা ইমামবাড়াসহ মৌসুমি ইসলামি সম্মেলন ও চায়ের দোকানগুলোতে ধর্ম বিশ্বাস প্রচার করে আসছেন। এদের প্রত্যেকেই তাদের বিশ্বাস এসব স্থানে সমবেত হওয়া মানুষদের সম্মুখে শৈল্পিক ও আবেগীয় ভঙ্গিতে উপস্থাপন করেন।
এতে আরও বলা হয়, এসব স্থানে থাকা টিহাউজ পেইন্টাররা ওই গল্প শুনে শুনে তাদের মধ্যে প্রতিফলিত করতেন এবং ক্যানভাসে তা চিত্রায়িত করতেন। কিছু সংখ্যক তরুণ শিল্পীর মাধ্যমে অতীতের সেই টিহাউজ পেইন্টিংয়ের গৌরব সম্প্রতি ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে নারগিস এশকি অন্যতম।
আগামী ২২ আগস্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে। সূত্র: তেহরান টাইমস।