বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানের কুচকাওয়াজে কয়েক ধরণের ক্ষেপণাস্ত্র ও ট্যাঙ্ক প্রদর্শন

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০১৭ 

news-image

ইরানের রাজধানী তেহরানে শুক্রবার আয়োজিত সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনী কয়েক ধরনের ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, রাডার এবং বিমান বিধ্বংসী ব্যবস্থাসহ নানা সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। ইরানের পবিত্র ইসলামি প্রতিরক্ষা সপ্তাহ শুরু উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ) মাজার প্রাঙ্গণে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ট্যাংক রাখশ, রাখশে ভকুনেশি এবং শাবদিয প্রদর্শন করা হয়। এ ছাড়া, সাঁজোয়াযান জোলজেনাহ্ ও বোরাক এবং জেলজাল ক্ষেপণাস্ত্র, রকেট লাঞ্চার ফাজর-পাঁচ ঠাঁই পায়।

এ ছাড়াও ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খুররমশাহর প্রদর্শন করা হয়েছে। এর পাশাপাশি প্রদর্শন করা হয়েছে কিয়াম, কাদর এইচ, কাদর-এফ,  এমাদ এবং সিজ্জিল ক্ষেপণাস্ত্র। ‌এই প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খুররমশাহরকে কোনো কুচকাওয়াজে প্রদর্শন করা হলো।

ইরানি সশস্ত্র বাহিনীর প্রদর্শনীতে আরো কয়েক ধরনের রকেট, রাডার ও বিমান বিধ্বংসী ব্যবস্থা এবং সামরিক সরঞ্জামও শোভা পাচ্ছে।- পার্সটুডে।