বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেলবহির্ভূত পণ্য রপ্তানি ১৫ শতাংশ বাড়াবে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ৩, ২০২০ 

news-image

চলতি ইরানি বছরের দ্বিতীয় ছয় মাসে তেলবহির্ভূত পণ্য সামগ্রীর রপ্তানি ১৫ শতাংশ বাড়ানোর প্রতি নজর দিয়েছে ইরান। এই তথ্য জানান, ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার (টিপিও) প্রধান হামিদ জাদবুম।

শুক্রবার তিনি বলেন, বৈশ্বিক করোনাভাইরাস মহামারি বিস্তারের কারণে আন্তর্জাতিক বাণিজ্য ১৫ শতাংশ পর্যন্ত কমে গেছে। আশা করা হচ্ছে, রপ্তানি প্রক্রিয়া ঢেলে সাজানো ও সংস্কারের মাধ্যমে এবছরের দ্বিতীয়ার্ধে (২১ সেপ্টেম্বর ২০২০ থেকে ২০ মার্চ ২০২১) তেল বহিুর্ভূত পণ্য সামগ্রীর রপ্তানি ১৫ শতাংশ বাড়বে।

জাদবুম প্রতিবশী দেশগুলোতে রপ্তানি প্রসঙ্গে বলেন, আমরা চলতি বছর প্রতিবেশী ১৫টি দেশ এবং চীন ও ভারতে পণ্য রপ্তানির প্রতি নজর দিয়েছি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।