শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেলখাতে ইরান ও রাশিয়ার মধ্যে ১০০ কোটি ডলারের চুক্তি সই

পোস্ট হয়েছে: আগস্ট ৩১, ২০১৬ 

news-image

রাশিয়ার জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান কেরাসনিয়ে বারিকাদির সঙ্গে ইরানের একটি তেল কোম্পানি ১০০ কোটি ডলারের চুক্তি করেছে। চুক্তির আওতায় পারস্য উপসাগরের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য রিগ নির্মাণ করবে কেরাসনিয়ে।

রোববার ইরানের ‘তাসদিদ অফশোর ডেভেলপমেন্ট কোম্পানি’ বা টিওডিসি এবং কেরাসনিয়ে এ চুক্তি সই করে। টিওডিসি’র ব্যবস্থাপনা পরিচালক এহ্সানুল্লাহ মুসাভি জানান, বন্দরনগরী খুর‌রমশাহারে প্রতিটি রিগ নির্মাণের কথা ভাবছিলেন দুবছরেরও বেশি সময় ধরে।

ইরান ও রাশিয়া যৌথভাবে এই প্রকল্পের অর্থায়ন করবে এবং রিগ নির্মাণে সক্ষম দেশগুলোর একটি হবে ইরান।

মুসাভি বলেন, “সময়সূচি অনুযায়ী প্রথম রিগ নির্মাণে দেশীয় শেয়ারের পরিমাণ হবে ৫৮ শতাংশ। প্রকল্প শেষে এবং দেশে প্রযুক্তিগত সুবিধা বাড়ার সঙ্গে সঙ্গে এই শেয়ারের পরিমাণও বাড়বে।”

তিনি জানান, “প্রকল্পের অর্থায়ন করবে রুশ কোম্পানি। এই বিনিয়োগ ফেরত আসবে দেশটির তেল ও গ্যাস প্রকল্পে রিগগুলো ভাড়া দেয়ার মাধ্যমে। পাঁচ বছরেই এই বিনিয়োগ ও মুনাফা ফেরত পাওয়ার পরিকল্পনা করা হয়েছে।”সূত্র: পার্সটুডে