মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তৃতীয় নতুন এয়ারবাস হাতে পেল ইরান

পোস্ট হয়েছে: মার্চ ২৮, ২০১৭ 

news-image

ইউরোপের বৃহত্তম বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাস’ এর কাছ থেকে তৃতীয় সুপরিসর বিমান পেয়েছে ইরান। শনিবার এয়ারবাসের এ৩৩০-২০০ বিমানটি তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করে। দেশটি এধরনের ১শ’ সুপরিসর বিমান কিনছে এয়ারবাসের কাছ থেকে। দীর্ঘদিন ধরে ইরানের ওপর পশ্চিমা দেশগুলো বাণিজ্যিক অবরোধ আরোপ করায় দেশটির অধিকাংশ বিমান খুচরা যন্ত্রাংশের অভাবে অকেজো হয়ে পড়ে। ইরানের ওপর থেকে এ অবরোধ তুলে নেওয়ার পর দেশটি অন্তত ৪শ’ সুপরিসর বিমান কেনার সিদ্ধান্ত নেয়।

এই সিদ্ধান্তের আলোকে এয়ারবাস ১৮ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ১শ’টি সুপরিসর বিমান দিচ্ছে। এগুলো হচ্ছে ফোরটি সিক্স এ ৩২০ ফ্যামিলি, থার্টি এইট এ ৩৩০ ফ্যামিলি ও সিক্সটিন এ ৩৫০ এক্সডব্লিউবি বিমান।

এ বছরের শুরুতেই গত ১২ জানুয়ারি ইরান এ ৩২১ বিমান হাতে পায়। এরপর গত ১১ মার্চ পায় আরেকটি এ ৩৩০ বিমান। এ ৩৩০ বিমানে বিজনেস ক্লাসে ৩২, ইকোনমি ক্লাসে ২০৬ যাত্রী ছাড়াও ৩৬ টন মালামাল নিয়ে ১৩ হাজার কিলোমিটার দূরত্বে উড়ে যেতে পারে। এধরনের সুপরিসর বিমানে দুটি ইঞ্জিন রয়েছে যা ২৭’শ মিটার দূরত্বে উড্ডয়ন ও ১৭৩০ মিটার দূরত্বের মধ্যে অবতরণ করতে সক্ষম। ইরানের বিভিন্ন বিমানবন্দরে এধরনের বিমান সহজেই উড্ডয়ন ও অবতরণ করতে পারে।  সূত্র: মেহর নিউজ ।