তৃতীয় ধাপে ১০ লাখ ‘ফাখরা’ ভ্যাকসিন উৎপাদন করা হবে
পোস্ট হয়েছে: আগস্ট ২, ২০২১

মানব পর্যায়ে পরীক্ষার তৃতীয় ধাপে ইরানের দেশীয় তৈরি ‘ফাখরা’ ভ্যাকনিসের আরও ১০ লাখ ডোজ উৎপাদন করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রতীরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।
তিনি বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবীকে এই ভ্যাকসিন দেওয়া হবে এবং এই ধাপে ১০ লক্ষাধিক ডোজ উৎপাদন করা হবে।
`ফাখরা’ ভ্যাকসিন হচ্ছে ইরানের সশস্ত্র বাহিনী উৎপাদিত কোভিড-১৯ ভ্যাকসিন। টিকাটির দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে এবং পরীক্ষা সম্পন্নের এই প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এরআগে প্রথম ধাপের পরীক্ষায় ফাখরা ভ্যাকসিন ১৩৫ জন স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগ করা হয় এবং প্রত্যেকের অবস্থা ভালো রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।