তুর্কি টুর্নামেন্টে ৯টি মেডেল জিতলো ইরানি ফ্রিস্টাইল কুস্তিগীররা
পোস্ট হয়েছে: জুন ২৮, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/06/3815445.jpg)
তুরস্কের ইয়াসার দোগু কাপে ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক জিতেছে ইরানের পুরুষ ফ্রিস্টাইল কুস্তি দল। রোববার তুরস্কের ইস্তান্বুলে ইয়াসার দোগু কাপ রেসলিং টুর্নামেন্টের পর্দা নামে। প্রতিযোগিতা শেষে ইরানি ফ্রিস্টাইল কুস্তি দল মোট ৯টি মেডেল ঘরে তুলতে সক্ষম হয়।
মর্যাদাপূর্ণ এই তুর্কি টুর্নামেন্টে ইরানের ১৩জন খেলোয়াড় দেশের প্রতিনিধি হিসেবে অংশ নেয়।
আলি গোলিজাদেগান ৫৭ কেজি ওজন-শ্রেণিতে, রহমান আমুজাদ ৬১ কেজি, মোহাম্মাদ নোখোদি ৭৯ কেজি, আমির হোসেইন ফিরুজপুর ৮৬ কেজি, আব্বাস ফোরুতান ১২৫ কেজিতে স্বর্ণপদক জয় করে। অন্যদিকে হামিদরেজা জাররিন পেইকার ৭৯ কেজিতে রোপার মেডেল জিতেছেন, হাসান ইবাদি ও কিয়ান মাহমুদজানলু ৬৫ কেজিতে ব্রোঞ্জ পদক ও ইরফান ইলাহি ৭০ কেজিতে ব্রোঞ্জ মেডেল জিতেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।