তুর্কি চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেতা জামশিদি
পোস্ট হয়েছে: অক্টোবর ১১, ২০২২

ইরানি চলচ্চিত্র ‘গ্রাসল্যান্ড’-এ অভিনয়ের জন্য ইরানি অভিনেতা পেজমান জামশিদি আন্তালিয়া গোল্ডেন অরেঞ্জ চলচ্চিত্র উৎসবের ৫৯তম আসরে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন।ইরানি ড্রামা চলচ্চিত্র ‘গ্রাসল্যান্ড’ ২০২২ সালে নির্মাণ করা হয়। এটি চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন কাজেম দানেশি এবং প্রযোজনা করেছেন বাহরাম রাদান।চলচ্চিত্রটি ৪০তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো দেখানো হয় এবং এপর্যন্ত ৮টি মনোনয়ন, ৪টি পুরস্কার এবং একটি সম্মানসূচক ডিপ্লোমা লাভ করেছে।তুর্কি ইভেন্টটি চারটি ভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে গঠিত: ফিকশন পিচিং, ফিকশন ওয়ার্ক ইন প্রোগ্রেস, ডকুমেন্টারি ওয়ার্ক ইন প্রোগ্রেস এবং সুমের তিলমাক আন্টালিয়া ফিল্ম সাপোর্ট ফান্ড।ইভেন্টের এবারের ৫৯তম আসর ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ।