তুর্কি উৎসবে বিশেষ পুরস্কার পেলেন আবিয়ার
পোস্ট হয়েছে: মার্চ ২, ২০২২

তুরস্কের ৫ম আন্তর্জাতিক নারী চলচ্চিত্র নির্মাতা উৎসব থেকে সফল পরিচালকের বিশেষ পুরস্কার পেয়েছেন ইরানি চলচ্চিত্রকার নারগেস আবিয়ার। চলচ্চিত্র ‘অবলা’-এর জন্য তাকে সফল পরিচালক হিসেবে এই বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
আবিয়ার একাধারে একজন ইরানি চলচ্চিত্র পরিচালক, লেখক ও চিত্রনাট্যকার। ‘ট্র্যাক ওয়ানফোরটিথ্রি’, ‘ব্রেথ’ এবং ‘হোয়েন দ্যা মুন ওয়াজ ফুল’ পরিচালনার জন্য তিনি সর্বাধিক পরিচিত। ইরানি এই পরিচালকের উপস্থিতিতে একটি বিশেষ কর্মশালাও অনুষ্ঠিত হয়। তার কিছু চলচ্চিত্রকর্ম উৎসবে দেখানো হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।