শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তুর্কমেনিস্তানে ইরানের রপ্তানি বেড়েছে ৭৯ শতাংশ

পোস্ট হয়েছে: জুন ১৬, ২০২২ 

news-image

ইরানের বর্তমান প্রশাসনের সময় ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে ৩০০ মিলিয়ন ডলার মূল্যের ১০ লাখ ১৪ হাজার টন তেলবহির্ভূত পণ্য বিনিময় হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র সাইয়্যেদ রুহুল্লাহ লতিফি এই তথ্য জানান।তিনি বলেন, ২০২১ সালের আগস্টে দেশটির ১৩তম সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তুর্কমেনিস্তানে ইরানের পণ্য রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই সময়ে দেশটিতে রপ্তানি বেড়েছে ৭৯ দশমিক ৪ শতাংশ।লতিফি আরও জানান, বর্তমান প্রশাসনের সময়ে (২৩ আগস্ট ২০২১ থেকে ২১ মে ২০২২) তুর্কমেনিস্তানের সাথে তেল-বহির্ভূত বাণিজ্য হয়েছে ২৯ কোটি ৯৭ লাখ ২৮ হাজার ৫৩৫ মার্কিন ডলারের। গত বছরের একই সময়ের তুলনায় ওজন ও মূল্যের দিক দিয়ে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২২ দশমিক ৪ শতাংশ এবং ৭৯ দশমিক ৪ শতাংশ। সূত্র: মেহর নিউজ।