তুরস্কে দুই ইরানি ছবির পুরস্কার জয়
পোস্ট হয়েছে: নভেম্বর ৭, ২০২২

তুরস্কের দ্বিতীয় দিয়ারবাকির ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালে পুরস্কার জিতেছে ইরানি সিনেমা “দ্য জু” এবং “হোয়ার দ্য উইন্ডস ডাই”।তুরস্কের বৃহত্তম কুর্দি সংখ্যাগরিষ্ঠ শহরে অক্টোবরে অনুষ্ঠিত উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ‘দ্য জু‘ সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে।নাফিসেহ জারে রচিত ও পরিচালিত ‘দ্য জু’-তে ছয় বছরের রান্নার মা তাকে বলেন, ‘তোমার বাবা চিরতরে চলে গেছেন। এখন থেকে আমরা একসঙ্গে থাকব।” মা চিড়িয়াখানায় তাকে খবরটি দেন ওই দিনটিতে যে দিনে রান্না চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া একটি হরিণ নিয়ে স্বপ্ন দেখে আর হরিণের খাঁচাটিও শূন্য ছিল। পেজমান আলিপুর পরিচালিত ‘হোয়্যার দ্য উইন্ডস ডাই’ উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে।প্রশংসিত অ্যানিমেটেড মুভিটি ডকুমেন্টারি, এক্সপেরিমেন্টাল এবং অ্যানিমেশন ফিল্ম সেন্টারে নির্মিত হয়েছে।ছবিটি ১৯৮৭ সালে ইরানের সারদাশ শহরে ইরাকের রাসায়নিক আক্রমণ নিয়ে নির্মাণ করা হয়েছে।ইরাক ১৯৮৭ সালের ২৮ জুন পশ্চিম আজারবাইজান প্রদেশের সারদাশতে রাসায়নিক অস্ত্র দিয়ে বোমাবর্ষণ করে, এতে সহস্রাধিক মানুষ নিহত এবং ৮ হাজারের বেশি বেসামরিক লোক আহত হয়, যাদের মধ্যে অনেকেই স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়ে। সূত্র: তেহরান টাইমস।