শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তুরস্কে তৈরি হবে ইরানি এমএস ড্রাগ

পোস্ট হয়েছে: মে ২৭, ২০১৮ 

news-image

দীর্ঘস্থায়ী স্নায়ুরোগ ‘মাল্টিপল স্কলেরোসিস’ (এমএস) এর ওষুধ তৈরির প্রযুক্তি ও সরঞ্জাম তুরস্ককে হস্তান্তর করতে যাচ্ছে প্রতিবেশী দেশ ইরান। ‘গ্লাটিরামার এসিটেইট’ নামের এই ইরানি ওষুধ তৈরির প্রযুক্তি তুরস্কের একটি কোম্পানির কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে স্বাক্ষরিত এক চুক্তি মোতাবেক তুরস্কে ইরানি এমএস ড্রাগ উৎপাদনের লাইসেন্সও ইতোমধ্যে দেওয়া হয়েছে। এই তথ্য জানিয়েছেন, তোফিগ দারু রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির গবেষণা বিষয়ক উপপ্রধান সাদাত নাইমি।

তিনি জানান, এখন থেকে আট বছর আগে ইরান এই ওষুধ তৈরির জন্য প্রাথমিক কার্যক্রম শুরু করে এবং এর দুই বছর পর ওষুধটি তৈরির সক্ষমতা অর্জন করে।

দেশীয়ভাবে ওষুধ তৈরির উদ্যোগের নেপথ্যের কারণ উল্লেখ করে সাদাত নাইমি বলেন, ইসরাইলের একটি কোম্পানি একচেটিয়াভাবে ‘গ্লাটিরামার এসিটেইট’ তৈরি করতো এবং ইরানি রোগীদের জন্য ওষুধটি দিতে অস্বীকৃতি জানানো হয়। আর এই ঘটনায় এমএস ড্রাগ উৎপাদনের জ্ঞান অর্জনে উৎসাহিত হয় ইরানি গবেষকরা। বর্তমানে ইরানের দেশীয় অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এই ড্রাগ তৈরি হচ্ছে বলে জানান সাদাত নাইমি।

উল্লেখ্য, মানুষের স্নায়ুতন্ত্রে একটি বিশেষ স্তর ক্ষতিগ্রস্ত হলে তাকে ‘মাল্টিপল স্কলেরোসিস’ বা এমএস বলা হয়, যা আপনার মস্তিষ্কে স্নায়ু কোষ প্রভাবিত করে। এই ওষুধ প্রোটিনগুলির দ্বারা গঠিত হয় যা আপনার সেন্ট্রাল স্নায়ুতন্ত্রের (আপনার মস্তিষ্ক ও মেরুদণ্ডে) প্রবেশে নির্দিষ্ট শ্বেত রক্ত ​​কোষগুলি রাখে। তুরস্কে এই ওষুধের উৎপাদন থেকে ইরানের আনুমানিক আয় হবে ২০ মিলিয় মার্কিন ডলার। সূত্র: মেহর নিউজ এজেন্সি।