বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তুরস্কে চালু হবে ইরানের পঞ্চম উদ্ভাবন কেন্দ্র

পোস্ট হয়েছে: জানুয়ারি ১২, ২০২২ 

news-image
তুরস্কে শীঘ্রই পঞ্চম উদ্ভাবন কেন্দ্র উদ্বোধন করবে ইরান। নতুন এই উদ্ভাবন কেন্দ্রের লক্ষ্য হবে দেশীয়ভাবে তৈরি উচ্চ-প্রযুক্তি পণ্যের জন্য নতুন বাজার খুঁজে বের করা।২৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ইস্তাম্বুল শহরে বাণিজ্য ও প্রযুক্তি বিষয়ে ইরান ও তুরস্কের দ্বিতীয় বৈঠকের সাথে উদ্বোধনটি একযোগে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এই খবর দিয়েছে আইএসএনএ।ইরান ইতোমধ্যে রাশিয়া, সিরিয়া, চীন এবং কেনিয়াতে উদ্ভাবন কেন্দ্র স্থাপন করেছে।২০২১ সালের ডিসেম্বরে, উদ্ভাবন এবং সমৃদ্ধি তহবিলের ব্যবস্থাপক মারজিয়েহ শাভের্দি বলেছিলেন, ইরান সাতটি দেশে বিজ্ঞান-ভিত্তিক পণ্যের উৎপাদন লাইন চালু করবে। দেশগুলো হলো তুরস্ক, আর্মেনিয়া, আফগানিস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, সিরিয়া, ইরাক এবং কেনিয়া।বিজ্ঞান-ভিত্তিক সংস্থাগুলোর জন্য রপ্তানি সহায়তা প্যাকেজের মধ্যে ক্ষমতায়ন, নেটওয়ার্কিং এবং অর্থায়ন অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছেন শভের্দি।
তিনি ব্যাখ্যা করে বলেন, রপ্তানি ক্ষমতায়নের মধ্যে রয়েছে প্রশিক্ষণ এবং পরামর্শ, রপ্তানি মান এবং লাইসেন্স প্রদান এবং মেধা সম্পত্তি। সূত্র: তেহরান টাইমস।