বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তুরস্কে গেলেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ

পোস্ট হয়েছে: আগস্ট ১৬, ২০১৭ 

news-image

ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি তুরস্কে তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন।

ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি তুরস্কে তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন। সফরে তিনি একটি উচ্চপদস্থ রাজনৈতিক-সামরিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

তুরস্কের সেনাবাহিনীর প্রধান হুলুসি আকারের আমন্ত্রণে জেনারেল বাকেরি আজ মঙ্গলবার দেশটির রাজধানী আঙ্কারায় পৌঁছান। ইরানের সামরিক বাহিনীর এ কমান্ডার তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যেব এরদোগান এবং দেশটির অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই, আঞ্চলিক পরিস্থিতি, সামরিক খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং সীমান্তে পারস্পরিক সহযোগিতামূলক বিষয়গুলো বৈঠকে স্থান পাবে বলে আশা করা হচ্ছে। ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে এই প্রথম কোনো কর্মকর্তা তুরস্ক সফরে গেলেন। – পার্সটুড।