বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

তুরস্কে ইরানের রপ্তানি বেড়েছে ৪৯ শতাংশ

পোস্ট হয়েছে: অক্টোবর ৩, ২০২২ 

news-image

চলতি বছরের প্রথম পাঁচ মাসে (২১ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত) তুরস্ক প্রজাতন্ত্রে ইরানের তেল বহির্ভূত পণ্য রপ্তানি ৪৯ শতাংশ বেড়েছে। তুরস্কের পরিসংখ্যান বিভাগ থেকে এই তথ্য জানা গেছে।পরিসংখ্যান মতে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তুরস্কের সাথে ইরানের বাণিজ্য বিনিময় ২৯ শতাংশ বেড়েছে।আরেকটি পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালে চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত) ইরান-তুরস্কের বাণিজ্য বিনিময় হয়েছে ৪ দশমিক ৩৩২ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় যা ২৯ শতাংশ বেশি।গত বছর (জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত) ইরান-তুরস্কের বাণিজ্য বিনিময় হয় ৩ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। সূত্র: মেহর নিউজ।