তুরস্কের সাথে ইরানের বাণিজ্য বেড়েছে ৫৩ শতাংশ
পোস্ট হয়েছে: মে ২৫, ২০২১

চলতি বছরের প্রথম তিন মাসে তুরস্কের সাথে ইরানের বাণিজ্য বিনিময়ের পরিমাণ বেড়েছে ৫৩ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় এই বাণিজ্যিক প্রবৃদ্ধি হয়েছে।
তুরস্কের সরকারি পরিসংখ্যান মতে, চলতি বছরের প্রথম কোয়ার্টারে প্রতিবেশী তুরস্কের সাথে ইরানের ৯৮৬ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য বিনিময় হয়েছে।
১ জানুয়ারি থেকে ২০ এপ্রিল দুদেশের মধ্যে ৫৩ শতাংশ বাণিজ্যিক প্রবৃদ্ধি হয়েছে, যার মধ্যে ইরান থেকে রপ্তানি বাণিজ্য হয়েছে ৫০৫ মিলিয়ন ডলার আর তুরস্ক থেকে দেশটি আমদানি করেছে ৪৮১ মিলিয়ন ডলারের পণ্যসামগ্রী।সূত্র: মেহর নিউজ এজেন্সি।