তিরানা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ১২ ইরানি ছবি
পোস্ট হয়েছে: নভেম্বর ১, ২০১৭
তিরানা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ১২ ইরানি ছবি ৩ নভেম্বর আলবেনিয়ার রাজধানীতে পর্দা উঠছে তিরানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এতে প্রদর্শনের জন্য যেসব ছবি অংশ নিচ্ছে তার মধ্যে মাদারিং, অ্যানিমেল, বিল্ডিং নম্বর ১৩,রিটাচ, বাইস্টান্ডার, পেট ম্যান অন্যতম।
তিরানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ১৫তম পর্ব ৩ নভেম্বর শুরু হয়ে চলবে ১১ নভেম্বর পর্যন্ত। এতে শর্ট, ফিচার,অ্যানিমেশনসহ বিভিন্ন ক্যাটাগরির ইরানি ছবি প্রদর্শিত হবে।
উপরিউক্ত ১২টি ছবি উৎসবের ভিডিও আর্টস, স্টুডেন্ট, আন্তর্জাতিক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও শর্ট ফিকশন চলচ্চিত্র বিভাগে প্রদর্শিত হবে।
তিরানা চলচ্চিত্র উৎসবে রোকিয়েহ তাবাক্কোলি পরিচালিত ‘মাদারিং’ ছবিটি দেখানো হবে ফিচার চলচ্চিত্র হিসেবে।সূত্র: মেহের নিউজ।