তিরানা উৎসবের সেরা চলচ্চিত্র ইরানের ‘দ্য নচ’
পোস্ট হয়েছে: অক্টোবর ৮, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/10/4680099.jpg)
মিনা সাদাতি পরিচালিত ইরানি শর্ট ফিল্ম ‘দ্য নচ’ আলবেনিয়ার তিরানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে (টিআইএফএফ) সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। টিআইএফএফ এর প্যানোরামা প্রতিযোগিতা বিভাগে প্রথম আন্তর্জাতিক প্রদর্শনী হিসেবে ‘দ্য নচ’ দেখানো হয়।
মিনা সাদাতির চলচ্চিত্রটি টিআইএফএফ-এ সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে।মারজান এত্তেফাঘিয়ান, নিমা আবেদি খিয়াবানি, আহুরা গিলানি, এবং জালাল আব্বাস নিয়া এই ছবিতে অভিনয় করেছেন।
তিরানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ) ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ