তিরানায় ইরানের গ্রেকো-রোমান কুস্তিগীর মির্জাজাদের স্বর্ণ জয়
পোস্ট হয়েছে: মার্চ ৫, ২০২৫

আলবেনিয়ার তিরানায় ১৩০ কেজি ওজন বিভাগে গ্রেকো-রোমান ফাইনালে ইরানি কুস্তিগীর আমিন মির্জাজাদে স্বর্ণপদক জিতেছেন। ছয় মিনিট ধরে খেলা নিয়ন্ত্রণ করে প্রথম স্থান দখল করেন এই বিশ্ব চ্যাম্পিয়ন।
মির্জাজাদে প্যারিস অলিম্পিকে ১৩০ কেজিতে ব্রোঞ্জ পদক জয়ের পর তিরানায় মুহামেত মালো র্যাঙ্কিং সিরিজে প্রথমবারের মতো ম্যাটে ফিরেছেন। ইভেন্টে তিনি কেবল মিজাইন লোপেজের (সিইউবি) কাছে হেরেছেন।
রোববার মির্জাজাদের চারটি ম্যাচই একই ধরণের প্যাটার্ন অনুসরণ করে অনুষ্ঠিত হয়। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে তার জয়ের স্কোর ছিল ৩-১। সূত্র: তেহরান টাইমস