সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

তিবলিসিতে ইরানি শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী

পোস্ট হয়েছে: জুন ২৩, ২০১৮ 

news-image

জর্জিয়ার রাজধানী তিবলিসির আর্ট গ্যালারিতে শুরু হয়েছে একদল ইরানি শিল্পীর আঁকা ছবি সামগ্রীর প্রদর্শনী। এই চিত্র প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘ইউ লুক ফর’।

চলমান এই চিত্রকর্ম প্রদর্শনীতে দেখানো হচ্ছে, নিমা আনসারি, জেইনাব খোদাবাকশ, মরিয়ম ইজাদি, মেহেদি মনসুরি এবং এলিকা কেশভরাজসহ ২০ জন চিত্রশিল্পীর আঁকা প্রায় ৬০টি ছবি। প্রদর্শনীর আয়োজক নিদার আর্ট তাদের ইনস্টাগ্রামে এ কথা জানিয়েছে।

তেহরান টাইমসের খবরে জানানো হয়, আঁকা ছবির এই প্রদর্শনী চলবে ২৪ জুন পর্যন্ত।

উল্লেখ্য, ইরানি নিদার আর্ট গ্রুপ তরুণ শিল্পীদের একটি আন্তর্জাতিক প্লাটফর্ম। বিশ্বব্যাপী পপ-আপ প্রদর্শনী ও আর্ট ইভেন্টের আয়োজন করে প্রতিষ্ঠানটি। সূত্র: তেহরান টাইমস।