শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তিন হাজার মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ উৎপাদন করবে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ১১, ২০১৯ 

news-image
আগামী ২০২৭ সাল নাগাদ তিন হাজার মেগাওয়াটের অধিক পরমাণু বিদ্যুৎ উৎপাদন করবে ইরান। এতে করে দেশটিতে ২১ মিলিয়ন টন দূষিত গ্যাস নিঃসরণ কমবে। এই তথ্য জানিয়েছেন ইরানের আণবিক জ্বালানি সংস্থার (এইওআই) প্রধান আলি আকবার সালেহি।
 
রোববার বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা জানান। এইওআই প্রধান জানান, বুশেহর বিদ্যুৎ কেন্দ্রের ফলে প্রতি বছর দেশের ৬৬০ মিলিয়ন ডলার সাশ্রয় হবে।
 
প্রতিটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ৬০ বছরের অধিক সময় বিদ্যুৎ উৎপাদন হয় উল্লেখ করে সালেহি জানান, প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হয় ৫ বিলিয়ন ডলার। প্রাথমিক নির্মাণ খরচ তুলতে সময় লাগে বিদ্যুৎ উৎপাদন শুরু থেকে ছয় বছর।  
 
ইরানি এই কর্মকর্তা আরও জানান, বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিরাপদ ও সুরক্ষিত। এখান থেকে ভবিষ্যতে স্থানীয় বাসিন্দাদের ২ লাখ থেকে ৪ লাখ কিউবিক মিটার সুপেয় পানি সরবরাহ করা যাবে।
 
আগের এক প্রতিবেদন মতে, বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরু হতে ছয় বছর সময় লাগার কথা। আর তৃতীয় ইউনিটের কাজ শেষ হতে সময় লাগবে ৮ বছর। দ্বিতীয় ও তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু হলে ইরানের বিদ্যুৎ উৎপাদন ২ দশমিক ৭ শতাংশ বাড়বে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।