শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তিন শাবকের জন্ম দিলো ইরানি চিতা

পোস্ট হয়েছে: মে ৮, ২০২২ 

news-image

প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করার দুই বছরের মাথায় তিনটি শাবকের জন্ম দিলো একটি ইরানি চিতা। ফারসি এই চিতাটির নাম ‘ইরান’।ইরানের পরিবেশ বিভাগের প্রধান আলি সালাজেগে রবিবার বলেন, একটি পশুচিকিৎসা দল এক সপ্তাহ ধরে “ইরান” এর উপর নজর রাখছিল। শারীরিক অবস্থা যথাযথ না হওয়ায় দলটিচিতাটিকে একটি ফিল্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে সিজারের মাধ্যমে তিন-তিনটি শাবকের জন্ম দেয় ফারসি চিতাটি।তিনি আরও জানান, ‘ইরান’ এবং তার শাবকগুলো ভালো অবস্থায় রয়েছে এবং বিশেষ যত্নে রয়েছে।বন্দিদশায় এটিই প্রথম এশিয়াটিক চিতার বাচ্চা প্রসাবের ঘটনা। বিপন্ন প্রজাতির বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। প্রথমে বন্দিদশায় অতঃপর আধা-বন্দি অবস্থায় সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রজাতিটি রক্ষা করা যেতে পারে।উল্লেখ্য, ইরানের প্রধান চিতা আবাসস্থল সেমনান, কেরমান, ইয়াজদ, রাজাভি খোরাসান, উত্তর খোরাসান এবং দক্ষিণ খোরাসান প্রদেশে এখন পর্যন্ত ২০ টিরও কম চিতা দেখা গেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।