মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তিন লাখ কর্মসংস্থান তৈরির পরিকল্পনা ইরানের রিলিফ ফাউন্ডেশনের

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৪, ২০২১ 

news-image

আগামী ইরানি বছর (২১ মার্চ ২০২১ থেকে ২০ মার্চ ২০২২) সুবিধা বঞ্চিত মানুষদের জন্য তিন লাখ কর্মসংস্থান তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ইমাম খোমেইনি রিলিফ ফাউন্ডেশন। সংস্থাটির উপপ্রধান হোজ্জাত আব্দুলমালেকি এই তথ্য জানান।

তিনি বলেন, চলতি ইরানি বছরের শুরু থেকে দেশে আর্থিক সংকটে থাকা ১ লাখ ৯১ হাজার ৫শ মানুষের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। আশা করা হচ্ছে, বছরের শেষ নাগাদ এই সংখ্যা ২ লাখ ১০ হাজারে গিয়ে পৌঁছবে।

আব্দুলমালেকি বলেন, কর্মসংস্থান প্রকল্পে এবছর সুবিধাভোগীদের মোট আয় হয়েছে ১৭৫ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৪ দশমিক ১ বিলিয়ন ডলার)। গত বছরের তুলনায় এবছর কর্মসংস্থান বেড়েছে ৮২ শতাংশ। সূত্র: তেহরান টাইমস।