শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তিন আন্তর্জাতিক উৎসবে যাচ্ছে ‘ক্লাউডি ম্যান’

পোস্ট হয়েছে: নভেম্বর ৬, ২০২২ 

news-image
নির্মাতা শাহিন জালালীর রচনা ও পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ক্লাউডি ম্যান’ আজারবাইজান, যুক্তরাষ্ট্র ও চীনের তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে।ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ১৩তম বাকু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, রুট ৬৬ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল এবং হংকং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে দেখানো হবে।১৩তম বাকু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১১ থেকে ১৫ নভেম্বর আজারবাইজান প্রজাতন্ত্রের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হবে।রুট ৬৬ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ২১তম আসর ৪ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১১ থেকে ১৫ নভেম্বর হংকংয়ে অনুষ্ঠিত হবে।শাহিন জালালী পরিচালিত ছবিটিতে কিছু অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি একজন মানুষের গল্প তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেনমাহমুদ নাজারালিয়ান, আকবর সাদেকি, আরদেশির জাহেদ, হামদুল্লা সালিমি, রসুল আলিনেজাদ, এবং মোহাম্মদ ফারাজি। সূত্র: মেহর নিউজ।