তিন আন্তর্জাতিক উৎসবে পুরস্কার জিতলো ইরানি ছবি ‘উইকেন্ড’
পোস্ট হয়েছে: অক্টোবর ২০, ২০২০

তিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলো ইরানি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘উইকেন্ড’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন চলচ্চিত্রকার আরিয়ো মোতেভাকেহ।
‘উইকেন্ড’ আমেরিকার ৫১তম নাশভিল্লে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ১৭তম সেডিকিকোরতোত উৎসবের ইরানি চলচ্চিত্র বিভাগ ও ট্রিয়ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিদ্বন্দ্বিতা বিভাগে দেখানো হয়।
স্বল্পদৈর্ঘ্যটি নাশভিল্লে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গ্রেভইয়ার্ড শিফ্ট অ্যাওয়ার্ড এবং সেডিকিকোরটোট ও ট্রিয়নে আর্টিস্টিক ইভেন্টে সেরা ফিকশন স্বল্পদৈর্ঘ্য সিনেমা অ্যাওয়ার্ড লাভ করে।
এছাড়া আর্মেনিয়ায় ওয়ান শট এর আন্তর্জাতিক উৎসবে বিশেষ অ্যাওয়ার্ড লাভ করেছে চলচ্চিত্রটি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।