বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তিন আন্তর্জাতিক উৎসবে ইরানি ছবি ‘ড্রাইভিং লেসনস’

পোস্ট হয়েছে: জুলাই ১৪, ২০২০ 

news-image

ইউরোপ ও আমেরিকায় অনুষ্ঠেয় তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ইরানি শর্ট ফিল্ম ‘ড্রাইভিং লেসনস’। স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণ করেছেন চলচ্চিত্রকার মারজিয়ে রিয়াহি।

চলচ্চিত্রটি বাহারেহ নামে এক তরুণীর গল্প নিয়ে তৈরি করা হয়েছে। ইরানের আইন অনুযায়ী মেয়েদের গাড়ি চালানো শিখতে সঙ্গে পরিবারের একজন পুরুষ সদস্য থাকতে হয়। ড্রাইভিং শেখানোর সময় একাকী ছাড়া হয় না।  

ইতালিতে অনুষ্ঠিতব্য ১২তম বার্ষিক সিসিলি অ্যামবিয়েন্তে ফিল্ম ফেস্টিভাল, আমেরিকার ম্যাকোন ফিল্ম ফেস্টিভাল ও স্পেনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্যটি দেখানো হবে।

এরআগে ‘ড্রাইভিং লেসনস’ আমেরিকায় অনুষ্ঠিত থ্রু উইমেন্স আই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে (টিডাব্লিউই) বেস্ট শর্ট ন্যারেটিভ অ্যাওয়ার্ড লাভ করে।
দক্ষিণ কোরিয়ার ১৩তম ফিল্ম ফেস্টিভাল ফর ওমেনস রাইট (এফআইডাব্লিউওএম) এ লাভ করে বিশেষ জুরি পুরস্কার। সূত্র: মেহর নিউজ এজেন্সি।