মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তিন আন্তর্জাতিক উৎসবে ইরানি অ্যানিমেশন ‘ইটেন’

পোস্ট হয়েছে: জুন ১৭, ২০২০ 

news-image

ইরানি অ্যানিমেশন চলচ্চিত্র ‘ইটেন’ অংশ নিচ্ছে তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবিটি পরিচালনা করেছেন ইরানি চলচ্চিত্রকার মোহসেন রেজাপুর।

অ্যানিমেশন চলচ্চিত্র ‘ইটেন’ রহস্যময় অজ্ঞাত একটি গ্রহে প্রাণীর জীবনযাপন নিয়ে তৈরি করা হয়েছে। এতে খরগোশের মতো প্রাণীকে খেতে দেখা যায়। কিন্তু গল্পের শেষ জানা যায় না।

অ্যানিমেশনটি ক্রোয়েশিয়ায় দশম সুপারটুন ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফেস্টিভাল, কানাডায় টরোন্টো অ্যানিমেটেড ইমেজ সোসাইটি (টিএআইএস) ও নেদারল্যান্ডসে ফ্লুক্সুস অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভালে দেখানো হবে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে এবারের ইভেন্টগুলো অনলাইনে অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।