বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তিন আন্তর্জাতিক উৎসবে ইরানের ‘ব্রেসবল’

পোস্ট হয়েছে: এপ্রিল ১৭, ২০২০ 

news-image

কানাডা, ইতালি ও ভারতের তিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘ব্রেসবল’। ছবিটি লেখা ও পরিচালনার কাজ করেছেন চলচ্চিত্রকার রেইহানে মোরতেজায়েইনিয়া। উৎসবের প্রতিদ্বন্দ্বিতা বিভাগে স্বল্পদৈর্ঘ্যটি মনোনয়ন পেয়েছে।

‘ব্রেসবল’ কানাডার লেকশর্টস ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের দশম পর্বে বিশ্বের অন্যান্য ছবির সাথে প্রতিযোগিতা করবে। টোরোন্টোতে ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক এই উৎসবের পর্দা উঠবে।

ইরানি ছবিটি ইতালির রেয়ার ডিজিজ ফিল্ম ফেস্টিভ্যালের ৫ম আসরের প্রতিদ্বন্দ্বিতা বিভাগে মনোনয়ন পেয়েছে। দেশটিতে করোনাভাইরাস মহামারির কারণে উৎসবটি স্থগিত করা হয়েছে।

এছাড়া মোরতেজায়েইনিয়ার চলচ্চিত্রটি ভাররে চতুর্থ কালাবুরাগি ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেবে। করোনাভাইরাস মহামারি শেষে উৎসবটি অনুষ্ঠিত হবে।

‘ব্রেসবল’ এ বিশেষভাবে সক্ষম এক বালকের গল্প তুলে ধরা হয়েছে। সে ফুটবল খেলতে প্রচন্ড ভালোবাসে। শারিরীক অক্ষমতা সত্ত্বেও সে স্বপ্নকে বাস্তবায়ন করার সব প্রচেষ্টা চালিয়ে যায়। সূত্র: মেহর নিউজ এজিন্স।