বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তিন আন্তর্জাতিক উৎসবে ‘আমেরিকান বুল’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০২০ 

news-image

ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্যা আমেরিকান বুল’ তিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য মনোনয়ন লাভ করেছে। ছবিটি নির্মাণ করেছেন চলচ্চিত্রকার ফাতেমেহ তৌসি।

স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দ্যা আমেরিকান বুল’ এখন ইরানে দেখানো হচ্ছে। ছবিটি প্রথম দেখানো হবে সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য ১৩তম বার্ষিক ইরানিয়ান ফিল্ম ফেস্টিভালে। ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর এই উৎসব অনুষ্ঠিত হবে।

এরপর জার্মানির ওসনাবরুকে ১৯ থেকে ২৩ অক্টোবর ওসনাবরু ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী ইভেন্ট ২২তম অলিম্পিয়া আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবে অংশ নেবে। গ্রিসে ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ইভেন্টটি অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।